আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মোসা: সাবিনা খাতুন (৩৪)। তিনি গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের মৃত দেলওয়ার হোসেনের স্ত্রী বর্তমানে সে তেরখাদিয়া পশ্চিমপাড়ার ভাড়া বাসায় বসবাস করেন।
ঘটনাসূত্রে জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর ২০২৫) রাত ১২টা ১০ মিনিটের দিকে পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বহরমপুর মোড়ে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তেরখাদিয়া পশ্চিমপাড়ার একটি বাড়ির সামনে এক নারী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী পুলিশের উপস্থিতি টের পেয়ে একটা পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পাশের বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ির দরজা খুলে ডিবি পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তার ভাড়া বাসায় তল্লাশী চালিয়ে ১২ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়লব্ধ নগদ ১০ হাজার টাকা উদ্ধার ও একটি ইম্পালস সিলার মেশিন জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হেরোইন বিক্রির উদ্দেশ্যেই হেরোইন নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে।
গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

















