BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না : ইশরাক হোসেন

বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না : ইশরাক হোসেন

ঢাকা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ঢাকা-৬ আসনে আনুষ্ঠানিক গণসংযোগ করছেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা বিপুল পরিমাণ সমর্থক নিয়ে ঢাকা-৬ আসনে গণমিছিল করেন তিনি।

রাজধানীর মতিঝিল ব্রাদার্স ক্লাব থেকে শুরু করে ইত্তেফাক মোড় হয়ে সূত্রাপুর হয়ে ওয়ারীর জয়কালী মন্দিরে গিয়ে শেষ করেন গণসংযোগ।

এ সময় তিনি জনসাধারণের প্রত্যাশা পূরণের কথা জানান।

ঢাকা-৬ আসনের জনগণকে সাথে নিয়েই আসন্ন নির্বাচনে জয়লাভ করে গণতন্ত্র পুনরুদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজাবে বলে মন্তব্য করেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।

গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলের নির্যাতিত সব দলের সবার নিরাপত্তায় জুলাই সনদসহ প্রয়োজনীয় আইন করবে। আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে।এ সময় তিনি আরও বলেন, স্বৈরশাসনের সময় যারা এতগুলো মানুষ হত্যা যারা করেছে, আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখে যেতে পারলে ধন্য হবো।

শুক্রবার দুপুর থেকেই একে একে মিছিল আর স্লোগান নিয়ে জড়ো হয় মতিঝিল এলাকায়।

উদ্দেশ্য, ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের গণমিছিলে অংশ নেওয়া। তাকে এক নজর দেখার জন্যও অনেকে ভিড় জমান পুরান ঢাকার বাসা-বাড়ির বেলকনি ও জানালায়। হাত নেড়ে সমর্থন জানান বিএনপি নেতা ইশরাককে। কেউ কেউ ফুল দিয়ে বরণও করে নেন ঢাকা-৬ আসনের এই প্রার্থীকে।

এ সময় উচ্ছ্বাস দেখা যায় মিছিলে অংশ নেওয়া কর্মীদের মাঝেও। তারা জানান, বিপুল ভোটে জয়লাভ করার কথা।

ঢাকা-৬ আসনের অধিকাংশ এলাকায় পুরান ঢাকার মধ্যে বিদ্যমান থাকায় নানাবিধ সংকটে পড়েন জনসাধারণ। তবে নির্বাচনে জয়লাভ করে জনগণের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন ইশরাক।

সন্ধ্যা নামলেও শেষ হয়নি মিছিলের গণজোয়ার। ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত ইশরাক হোসেনকে ভোট দিয়ে নির্বাচিত করতে প্রস্তুত আসনটির সাধারণ জনগণ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসলামপুরে বিএনপির মনোনীত প্রার্থীর ‘বিকৃত সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে বিচারকপুত্র হত্যা: পুলিশ কমিশনারকে আদালতের তলব নাটোরে নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা করে পুলিশে সোপর্দ রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা: আসামি লিমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর উদ্বোধনী দিনে এনসিএলে সানজামুল ইসলামের শতক আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনী দিনে পুলিশ লাইন স্কুল জয়ী বিএনপি সরকার গঠন করলে পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করবে – মির্জা ফখরুল ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে – দুলু দিল্লির লাল কেল্লার বিস্ফোরক পদার্থ থেকে কাশ্মীরের থানায় বিস্ফোরণ : রিপোর্ট ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু, ১৭ জন নিখোঁজ