BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেয়ার ঘোষণা সিরিয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেয়ার ঘোষণা সিরিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানান, এর মধ্যেই তার দেশ থেকে ইরানের রেভ্যুলেশনারি গার্ড সরিয়ে নেয়া হয়েছে এবং হিজবুল্লাহর নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। একইসঙ্গে, ইসরাইলের সঙ্গে সম্পর্কের অগ্রগতির ইঙ্গিতও দিয়েছেন তিনি।

প্রায় আট দশক পর ওয়াশিংটন সফরে গেলেন সিরীয় কোনো প্রেসিডেন্ট। শারার এই পুরো সফরেই ছিল চমকপ্রদ সব বার্তা। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ শেষে তিনি জানান, সিরিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিতে প্রস্তুত।

সিরিয়া-বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, দামেস্ক এখন আইএস, ইরান, হামাস ও হিজবুল্লাহর অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করবে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন।

এছাড়া ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, সিরিয়া ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনা চলছে এবং চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তবে তিনি জানান, চূড়ান্ত চুক্তির জন্য ইসরাইলকে দখলকৃত এলাকা ছাড়তেই হবে। তিনি আরও জানান, এই অবস্থানে যুক্তরাষ্ট্র ও কয়েকটি আন্তর্জাতিক শক্তি দামেস্ককে সমর্থন দিচ্ছে।

একইসঙ্গে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন আহমেদ আল-শারা। জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোট সমর্থন চায় সিরিয়া; তবে মস্কোতে অবস্থানরত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিচারের মুখে আনতে তারা অঙ্গীকারবদ্ধ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?