BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিয়ানমারে পাচারের পথে বিপুল পরিমাণ ডাল-সিমেন্ট জব্দ সহ আটক-২২

মিয়ানমারে পাচারের পথে বিপুল পরিমাণ ডাল-সিমেন্ট জব্দ সহ আটক-২২

কক্সবাজার প্রতিনিধি: সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডাল ও সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। এসময় দুটি ট্রলার জব্দের পাশাপাশি ২২ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৭টার দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহেবুব এ তথ্য জানান। এর আগে বুধবার দিবাগত রাতে সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকা থেকে এসব জব্দ করা হয়।

জব্দ হওয়া মালামালের মধ্যে রয়েছে ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট। কোস্টগার্ডের হিসেবে যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে মিয়ানমার থেকে মদ-ইয়াবাসহ বিভিন্ন মাদক বাংলাদেশে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে কোস্ট গার্ডের ‘জয় বাংলা’ জাহাজ দিয়ে ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে নামে কোস্টগার্ড। অভিযানে সন্দেহজনক দুটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য রাখা এসব ডাল ও সিমেন্ট জব্দ করা হয়।

লেফটেন্যান্ট সাকিব মেহেবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে উদ্ধার হওয়ার ডাল ও সিমেন্টের বাজার মূল্য প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। জব্দ হওয়া মালামাল ও আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?