নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে পুলিশ সদরদপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে বাড়ানো হচ্ছে পুলিশের টহল, তারই ধারাবাহিকতায় বানেশ্বর ট্রাফিক পুলিশের সর্বোচ্চ সতর্ক অবস্থান জোর দার করা হয়েছে তল্লাশি।
বানেশ্বর ট্রাফিক পুলিশ সার্জেন্ট সাইদুর রহমান টিপু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ছড়ানো প্রোপাকান্ডায় বিভ্রান্ত হয়ে কেউ যাতে বিশৃঙ্খল কার্যক্রম চালাতে না পারে, সেজন্য আমি সহ আমার সঙ্গীয় ফোর্স সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, টিএসআই রাসেল আহমেদ, এটিএসআই মুন্নাফ, এটিএসআই মিজান, কনস্টেবল সিরাজ,আজম সামাদ সহ আরো অনেক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. জয়নাল আবেদিন জয়, রাজশাহী। #

















