নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন ডাবতলা এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
আরএমপি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে লিমন মিয়া নামের এক যুবক ডাবতলা এলাকার স্পার্ক ভিউ ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিচারক আব্দুর রহমানের বাসভবনে প্রবেশ করে। বাসায় ঢুকেই সে তাওসিফ রহমান সুমন ও তার মা তাসমিন নাহারের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে সুমন ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলাকারী যুবক লিমন মিয়াও আহত অবস্থায় বর্তমানে রামেক হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে রাজপাড়া থানা পুলিশ।
এ ব্যপারে আরএমপি পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, হামলাকারী লিমন মিয়াকে আটক করা হয়েছে। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

তিনি আরও জানান, পূর্বশত্রæতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আরএমপি পুলিশের পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, পুলিশের তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ করছে।
তিনি বলেন, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে আমরা পারিবারিক বা ব্যক্তিগত শত্রæতার সম্ভাবনাকে খতিয়ে দেখছি। হামলাকারী যুবক চিকিৎসাধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এই নৃশংস হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

















