বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আওয়ামীলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচী প্রতিরোধে এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকালে ‘লকডাউন’ কর্মসূচী প্রতিরোধে এবং প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে জেলা শহরের ফুড অফিস মোড়ে থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলে আওয়ামীলীগ বিরোধী নানা শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। পরে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের জেলা আহবায়ক জামিউল হক সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মীম ফজলে আজীমসহ অন্যরা।
এদিকে, আওয়ামীলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচী প্রতিরোধে এবং প্রতিবাদে বিএনপি, যুবদল, ছাত্রদলও বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে, কথিত নাশকতা প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিব-এর নেতৃত্বে মিছিলটি বড় ইন্দারা, নিউ মার্কেট, শান্তিমোড় ও বাতেন খুঁ মোড় এলাকা প্রদক্ষিণ করে বড় ইন্দারা মোড়ে শেষ হয়।
পথসভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের সন্ত্রাস ও নাশকতা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে ইসলামী ছাত্রশিবির রাজপথে শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখবে। আওয়ামীলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোন প্রভাব পড়েনি। স্বাভাবিক ছিলো জেলা সার্বিক পরিস্থিতি। #















