খালেদা জিয়ার শুনানি ঘিরে কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার

ঢাকা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার  নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ সম্পন্ন করতে পুরাতন ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বসছে আদালত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ জন এই মামলার আসামি।

কারাগারের ভিতরেই বসবে বিশেষ আদালত, এ কারণে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের আশেপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুনানির উপলক্ষে সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারের সামনে পুলিশ, আনসার এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন। কারাগারের সামনে বসানো হয়েছে চেকপোস্ট। আশপাশের এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

কেন্দ্রীয় কারাগারের আশপাশে সকাল থেকেই নিরাপত্তা বেষ্টনি রাখা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এমএএইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.