ফিলিপাইনে উসমানের আঘাতে নিহত ৮৬

বিটিসি নিউজ ডেস্কগতকাল বুধবার ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানান, ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘উসমানের’ আঘাতে অন্তত ৮৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন।

এদের মধ্যে পূর্ব ভিসায়াসের ২২ হাজার মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। এ ছাড়া দেশটির কেন্দ্রীয় দ্বীপপুঞ্জে আরও বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলগুলোই যেখানে ইতিমধ্যে ঝড় ও বন্যা কবলিত হয়েছে।

এ কারণে ওই অঞ্চলগুলোতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া ওই অঞ্চলগুলোর সব বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি এ ঝড়ে প্রায় ৭০ লাখ টাকার কৃষিজ দ্রব্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.