নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ৫ ওয়ান্ডেতে জয় পেয়েছে বাংলাদেশ যুবরা। আফগান যুব ক্রিকটার ফয়সালর খানের আরো এক অনাবদ্য সেঞ্চুরী সেঞ্চুরীতে সহজেই সিরিজ জয়ে একধাপ এগিয়ে থেকে আফগান যুবরা টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮উইকেট খুইয়ে সংগ্রহ করে ২০৮ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ওসমান সাদাৎ ১০৬ বলে ৬৮,উজাইরুল্লাহ ৬৮ বলে ৩২ ও মাহবুব ৫৯ রানে ৪০ রান করে। বিপক্ষ দলের পক্ষে সামিউন বাসার ৩৩ রানে ২টি উইকেট নেন।
এছাড়াও সাদ ইসলাম,শাহারিয়ার ও শাহরিয়া আল আমিন ১টি কওে উইকেট নেন। ২০৯ রানের টার্গেট নিয়ে বাংলাদেশ যুবরা ব্যাট করতে নেমে আজিজুল হাকিম এর সেঞ্চুরীর সুবাদে ৪৫.৫ ওভারে ৮ উইকেটে খুইয়ে টার্গেট পুর্ন করে (২১১রান)।
দলের পক্ষে সর্বোচ্ছ আজিজুল হাকিম ১০০, রিজান হোসেন ২৭ ও ফরিদ হাসান ২৩ রান করেন। বিপক্ষে ওয়াহেদুল্লাহ ২৫ রানে ৪টি, সালাম খান ৪১ ও উজাইরুল্লাহ ২টি কওে উইকেট নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















