বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুলের বাড়ির পাশে থেকে দুটি অবিষ্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুস সামাদের বাড়িতে রাতে একটি ককটেল বিষ্ফোরিত হয়েছে। আব্দুস সামাদ মনোনয়ন বঞ্চিত রেজাউল করিম টুটুলের শ্বশুর।
এই ঘটনায় আব্দুস সামাদ রোববার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ওই অভিযোগে কারো নাম উল্লেখ করা হয়নি।
জানা গেছে, শনিবার রাত দুইটার দিকে আব্দুস সামাদের বাড়ির বাইরে একটি ঘরের জানালার পাশে দুর্বৃত্তরা ককটেল বিষ্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই পুলিশ এসে ককটেল বিষ্ফোরণের আলামত সংগ্রহ করে।
এছাড়া রোববার সকাল ১০ টার দিকে মনোনয়ন বঞ্চিত প্রার্থী টুটুলের শুভডাঙ্গা ইউনিয়নের বুজরুককৌড় গ্রামস্থ বাড়ির বাইরে টয়লেটের পাশে পড়ে থাকা অবস্থায় দুটি তাজা ককটেল দেখতে পান পাড়ার এক মহিলা। খবর পেয়ে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ এসে অবিষ্ফোরিত ওই দুটি তাজা ককটেল উদ্ধার করে।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল বলেন, ‘আমি মনোনয়ন পাইনি। তবে যে কাজটা করা হয়েছে তা নোংরামি ছাড়া কিছুই নয়। আমার শ্বশুর দল করেন না। তবে আমার জন্য মাঠে ছিলেন। আমার মনে হয়, আতঙ্ক সৃষ্টি করার জন্যই এমন নোংরামি করা হয়েছে।
তিনি আরো বলেন, বিষয়টি রহস্যজনকও অন্য কারণে তৃতীয় পক্ষের কেউ বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য চক্রান্ত করে তার বাড়িতে ককটেল রেখে এবং তার শ^শুর বাড়িতে বিষ্ফোরণ ঘটিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে কি না তা ভাববার বিষয়।
থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ আলামত সংগ্রহ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

















