বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপধ্যাক্ষ আব্দুস সোবহানের ৩টি পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছেন। এতে তার দেড় কটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার মধ্য দৌলতপুর এলাকার দুবিলা নামক বিলে বিএনপি নেতা আব্দুস সোবহান পর পর ৩টি পুকুর লিজ নেন। লিজ নেয়ার পর থেকে পুকুরে মাছচাষ শুরু করেন। রাতের অন্ধকারে পর দিঘিতে বিষ মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাতেই পাহারাদার টের পেয়ে পুকুরের মালিক আবদুস সোবহানকে জানান। রাতের বেলা সমস্ত মাছ লাফা-লাফি করতে করতে মরতে থাকে। এতে ৩টি পুকুরের সমস্ত মাছ রাতে মারা যায়।
আবদুস সোবহান বলেন, বিষ দেয়াতে দিঘিতে থাকা মাছের মধ্যে সকই মারা পড়েছে। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। কি কারণে কে বা কারা বিষ প্রয়োগ করেছে তা জানা যায়নি বলে জানান তিনি। আব্দুস সোবহান বিএনপির মনোনয়ন বঞ্চিত কামাল হোসেনের চাচা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

















