BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে আলোচিত সেই বিড়াল হত্যাকারী বুলবুলি আটক

আদমদীঘিতে আলোচিত সেই বিড়াল হত্যাকারী বুলবুলি আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাছ খেয়ে ফেলার জেরে একটি বিড়ালের গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত বুলবুলি বেগম (২৬) আদমদিঘী উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গত বুধবার (৫ নভেম্বর) থানায় লিখিত অভিযোগ দিয়েছিল— বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালটির গলা কেটে হত্যার পর ফেলে রাখার ভিডিও ছড়িয়ে পড়লে অনেকে ক্ষোভ, ঘৃণা ও শাস্তির দাবি জানান।

কয়েকদিন আগে একজন মহিলা একটি বিড়ালকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে— এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। বগুড়ার আদমদিঘী উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে বিড়ালের প্রতি এমন নির্মমতার প্রতিবাদে সরব হয় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় গঠিত— বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সুনির্দিষ্ট আইনি অভিযোগের প্রেক্ষিতে আজ শুক্রবার (৭ নভেম্বর) সেই বিড়াল হত্যাকারী নারীকে আটক করে পুলিশ।

হত্যাকারী ওই নারীকে আটকের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই অসংখ্য মানুষ অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যাতে করে প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা প্রদর্শনকারীদের ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে বাধ্য করবে।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক আদনান আজাদ জানান, আমরা প্রতিটি প্রাণের প্রতি করা নির্মমতার বিরুদ্ধে লড়ছি।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমন ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’— এই চেতনা ধারণ করে দেশের সকল মানুষকে প্রাণ-প্রকৃতি রক্ষায় সচেষ্ট হওয়ার মাধ্যমে আগামীর জন্য নিরাপদ এক পরিবেশ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন। তিনি আশা করেন, প্রাণীর প্রতি নির্মম আচরণ করা অপরাধীদের আইনের আওতায় কঠোর শাস্তি প্রদান করা হবে।

দেশের প্রচলিত আইনে প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা এতে সহায়তার দায়ে ২ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান আছে। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ