খুলনায় প্রাণিসম্পদমন্ত্রীর জামাতা নিজ বাড়িতে গুলিবিদ্ধ

খুলনা ব্যুরো:  মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা প্রভাস কুমার দত্তকে (৫০) বাসায় ঢুকে করে গুলি করেছে দুর্বৃত্তরা।

প্রভাস কুমার দত্ত বাংলাদেশ ব্যাংকের একজন ডিজিএম। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নগরীর বকশীপাড়ার বাসায় প্রভাষ কুমার দত্তকে (৫০) গুলি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বাসায় ফেরেন প্রভাস চন্দ্র দত্ত। দরজা খুলে যে মুহূর্তে বাসায় ঢুকবেন, তখনই এক মুখোশধারী তাকে গুলি করে পালিয়ে যান।

প্রতিবেশীরা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এসে বাসার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় প্রভাস চন্দ্রকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতেই তার অস্ত্রোপচার করা হয়।

সোনাডাঙ্গা থানার ওসি মো. মন্তাজুল হক বিটিসি নিউজকে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলা উদ্দিন।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.