বিটিসিস্পোর্টসডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলছে বাংলাদেশ। ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নামে টাইগাররা। আর ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে ভালো শুরু এনে দিয়ে প্রায় একই সময়ে দুইজন আউট হয়ে যান।
এরপর ব্যাটিংয়ে নামা মুশফিকুর রহিমও দ্রুত সময়ের মধ্যে বিদায় নেন। মুশফিক যখন আউট হন তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২৪।
অথচ উদ্বোধনী জুটিতে তামিম-লিটন বাংলাদেশকে এনে দেন ৯৫ রান। এ সময় তামিম ৬৭ বল খেলে ৪১ রান করে এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফিরে যান। তাকে আউট করেন আন্দিলে ফেলুকায়ো।
তামিম বিদায় নেওয়ার পর লিটন দাস ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৬৭ বল খেলে ৫০ রান পূর্ণ করেই তিনি আউট হন। তাকে সরাসরি বোল্ড আউট করেন দেন কেশভ মহারাজ। তখন বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০৫।
তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মুশফিক ১২ বল খেলে মাত্র ৯ রান করে কেশভ মহারাজের বলে ক্যাচ আউট হন।
এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। কিন্তু ৯ দেখায় একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা।
ফলে শুক্রবারের ম্যাচটি বাংলাদেশের জন্য জয়ের অপেক্ষার অবসান ঘটানোর ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব মিলিয়ে এখন পর্যন্ত ২১টি ম্যাচ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৪টি ম্যাচে। বাকি ১৭টি ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা।
দুই দল সর্বশেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি ২০১৯ বিশ্বকাপে। ওই ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় টাইগাররা। দেখার বিষয় এবার তেম্বা ভাবুমার দলকে টানা দুই ম্যাচে হারাতে পারবে কি না লাল সবুজের প্রতিনিধিরা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.