এক বন্ধুকে উদ্ধার করে ডুবে গেল অন্য দুজন বন্ধু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এক বন্ধু ডুবে গেলে অপর দুই বন্ধু তাকে উদ্ধার করতে যায়। এ সময়ে তারা ডুবে গেলেও উঠে আসে প্রথম ডুবে যাওয়া বন্ধু।
আজ শুক্রবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে তারা গোসল করতে নামলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: বড়কুঠি এলাকায় সারিক আলী ছেলে নিরব (১৫) ও সায়েদ আলীর ছেলে শাহিন (১৬)। এদের মধ্যে নিরব লোকনাথ স্কুলের এবং শাহিন শিক্ষাবোর্ড মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। তারা দুজনেই বন্ধু।
বোয়ালিয়া থানার (ওসি) মাজহারুল ইসলাম বিটিসি নিউজকে জানান, বড় কুঠির কাছে পদ্মা নদীতে নিরব, শাহিন ও সাজেদ এই তিন বন্ধুসহ ৮-১০ জন গোসল করছিলেন। এদের মধ্যে হঠাৎ সাজেদ পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে যায় নিরব ও শাহিন। এ সময় তারা দুজন পানিতে ডুবে গেলেও উঠে আসে সাজেদ।
ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে নিরব ও শাহিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তারা তিনজনের কেউ সাঁতার জানতো না বলে জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.