নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরের নলডাঙ্গায় পঞ্চম শ্রণেীর ছাত্রী মায়া র্ধষণ ও হত্যা মামলার রায়ে মোবারক হোসনে কালু ও মোঃ মিঠুন নামে ২ যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত । দুপুরে নাটোরের শিশু আদালতরে বচিারক মোহম্মদ হাসানুজ্জামান আসামদিরে উপস্থিতিতে এ রায় দেন । নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান,২০১৫ সালরে ২৭ জুলাই নাটোরের নলডাঙ্গা উপজলোর ইয়ারপুর সরকারি প্রাথমকি বদ্যিালয়রে পঞ্চম শ্রণেীর ছাত্রী মায়া সকালে স্কুলে যায় । টফিনিরে পর সে নখিোঁজ হয় । মায়ার বান্ধবী জুইয়রে মাধ্যমে খবর পয়েে পরিবারের লোকজন স্থানীয় বারনই নদীর ধারের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে । এঘটনায় মায়ার বাবা জহুরুল ইসলাম বাদি হয়ে মামলা করলে পুলিশ দন্ডপ্রাপ্ত ২ জনকে আটক করে । পরে তারা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয় । #
Comments are closed, but trackbacks and pingbacks are open.