৯৯৯ নম্বরে কল: অতপর কুকুর ছানা উদ্ধার

ছবি: সৈয়দ নাবিল

নিজস্ব প্রতিবেদক: ৯৯৯ নম্বরে করে কল করে কুকুর ছানাকে ফিরে পেলেন শিরিন সুলতানা। কল পেয়ে উদ্ধারে এগিয়ে এলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংকে আটকে পড়া কুকুর ছানাটিকে উদ্ধার করা হয়।ঝড়ের সময় কুকুর ছানাটি বাড়ি থেকে বের হয়ে নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভিতরে পড়ে। পরে কুকুর ছানার মালিক শিরিন সুলতানা ৯৯৯ নম্বরে ফোন দেন। এরপর রাতেই রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কুকুুুর ছানাটিকে উদ্ধার করে তার মালিককে বুঝিয়ে দেন।

এরপর শিরিন সুলতানা জানান, রাতের প্রচন্ড ঝড় বৃষ্টিতে আমার কুকুরের ৪ টা বাচ্চাই বের হয়ে গিয়েছিলো। সারারাত কুকুরের বাচ্চার করুণ চিৎকার,আলো ফোটা মাত্রই মা খুঁজতে যেয়ে দেখেন পাশের নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকে একটা বাচ্চা পড়ে গেছে। মা, আর পাশের বাড়ির চাচা মিলে চেষ্টা করার পরও যখন উঠাতে পারছেন না। তখন দিলাম ৯৯৯ এ ফোন। ফায়ার সার্ভিস আসলো,বাচ্চাটাকে তুলে দিলো। এব্যাপারে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে যোগাযোগ করা হলে তারা জানান ৯৯৯ নম্বরে কল পেয়ে ফায়ার সর্ভিসের লিডার (ডুবুরী) নুরুন্নবী বধবার সকাল ৬টা ৪০মিনিটে কুকুর ছানাটি উদ্ধার করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.