বেইজিং অলিম্পিক বয়কটের ডাক অস্ট্রিয়ায়

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মানবাধিকার লঙ্ঘনের দায়ে ২০২২ সালের বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক বয়কটের জন্য অস্ট্রিয়ায় সেভ তিব্বত সংস্থা একটি সমাবেশের আয়োজন করেছে।
অষ্ট্রিয়ায় তিব্বতি কমিউনিটি ও উইঘুর এসোসিয়েশনের সমর্থনে এই সমাবেশ হয়। এতে ৩০-৪০ জন তিব্বতি ও উইঘুর বিক্ষোভে র‍্যালিতে অংশ নেন।
বিক্ষোভকারীরা প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করে। প্লাকার্ডে লেখা তিব্বতে সাংস্কৃতিক গণহত্যা বন্ধ করুন, তিব্বত তিব্বতিদের, #নো বেইজিং ২০২২ #নো অলিম্পিকস ওথ।
সমাবেশে অংশ নেন তিব্বতি ফিল্ম মেকার ধনদুপ ওয়াংচেন যিনি চীনা জেলে কয়েক বছর বন্দি ছিলেন। তিনি বেইজিং অলিম্পিকে কূটনৈতিক বয়কট অংশ না নেওয়ার জন্য ভিয়েনার সমালোচনা করেছেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.