দ্বিতীয় পদক জয় বাংলাদেশের কমনওয়েলথ গেমসে
বটিসিি নউিজ ডস্কে : কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন আবদুল্লাহ হেল বাকী। রবিবার অস্ট্রেলিয়ার বেলমন্ট শুটিং সেন্টারে বাকির স্কোর ছিলো ২৪৪.৭।
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিল শাকিল আহমেদ। আজ বুধবার বেলমন্ট শুটিং সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে ৫০ মিটার পিস্তলে ২২০.৫ স্কোরে রৌপ্য জিতেছেন বাংলাদেশের এই শুটার।
শাকিল আহমেদ ২০১৩ সালে সৈনিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এরপর ২০১৪ সাল থেকে শুটিং শুরু করেন তিনি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.