জি-৭ সামিটে করোনার হানা, নিরাপত্তারক্ষী আক্রান্ত

(জি-৭ সামিটে করোনার হানা, নিরাপত্তারক্ষী আক্রান্ত–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জি-৭ শীর্ষ সম্মেলনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (১১ জুন) তথ্যটি নিশ্চিত করেছে ডিভন এবং কর্নওয়াল পুলিশ। 
ডিভন এবং কর্নওয়াল পুলিশ জানিয়েছে, করোনা শনাক্ত হওয়া পুলিশ কর্মকর্তার সংস্পর্শে আসা আরো ১২ জন পুলিশ সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অফিসারটি ফেরিতে থাকছিলেন, যেটি জি-৭ শীর্ষ সম্মেলনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের থাকার জন্য ভাড়া করা হয়েছিল।
এদিকে, করোনার প্রাদুর্ভাবের কারণে কর্নওয়ালে সম্মেলনের মিডিয়া এবং নিরাপত্তা কর্মীরা শহরটির যে হোটেলে অবস্থান করছিলেন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সেন্ট আইভেসের পেডন ওলভা হোটেল কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১০ জুন) সাময়িকভাবে হোটেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেলের একজন কর্মচারীর শরীরে করোনা শনাক্ত হওয়াতেই এ সিদ্ধান্ত। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.