বিটিসি স্পোর্টস ডেস্ক: বিরতির পর হলো জমজমাট লড়াই। সেখানে ব্যবধান গড়ে দিলেন লুইস সুয়ারেস। কলম্বিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে পিএসজিকে হারিয়ে দিল স্পোর্তিং সিপি।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে পর্তুগালের চ্যাম্পিয়নরা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের একবার সমতায় ফিরিয়েছিলেন খাভিচা কাভারাৎস্খেলিয়া।
ম্যাচে ৭৪ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৮ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে লুইস এনরিকের দল। এর মধ্যে কেবল একটি জড়ায় জালে। অন্যদিকে ১০ শটের চারটি লক্ষ্যে রাখে স্পোর্তিং।
৭৪তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন সুয়ারেস। কর্নারের পর ডি-বক্স থেকে জাল খুঁজে নেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।
পাঁচ মিনিট পর ফরাসি চ্যাম্পিয়নদের সমতায় ফেরান কাভারাৎস্খেলিয়া। এই গোলেরও উৎস কর্নার।
৯০তম মিনিটে ফের স্পোর্তিংকে এগিয়ে নেন সুয়ারেস। এবার ডি-বক্স থেকে হেডে ঠিকানা খুঁজে নেন গত জুলাইয়ে দলে যোগ দেওয়া ফরোয়ার্ড।
ব্যবধান ধরে রেখে বাকি সময় কাটিয়ে দেয় স্বাগতিকরা। আসরে দ্বিতীয় হারের তেতো স্বাদ পায় পিএসজি।
সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে স্পোর্তিং। #

















