বিশেষ (ঢাকা) প্রতিনিধি: চলতি অর্থবছরের (২০২৫-২৬) জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন করেছে সরকার। মূল বরাদ্দ থেকে ১৩ দশমিক ৪ শতাংশ কমিয়ে সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ কোটি টাকা।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। সেই হিসেবে সংশোধিত এডিপিতে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। সংশোধিত কর্মসূচিতে অভ্যন্তরীণ অর্থায়ন এক লাখ ২৮ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস নির্ধারিত হয়েছে ৭২ হাজার কোটি টাকা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মূল উন্নয়ন কর্মসূচির তুলনায় অভ্যন্তরীণ উৎসে ১৬ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তায় ১৪ হাজার কোটি টাকা কমানো হয়েছে। এর ফলে মোট হ্রাসের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি টাকা। সংকট কাটাতে বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগসংকট কাটাতে বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগ
সংশোধিত কর্মসূচির আওতায় মোট প্রকল্প সংখ্যা ১ হাজার ৩৩০টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১০৮টি, সম্ভাব্যতা যাচাই ৩৫টি, কারিগরি সহায়তায় ১২১টি এবং সংস্থা নিজস্ব অর্থায়নে ৬৬টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
খাতভিত্তিক বরাদ্দে পরিবহন যোগাযোগ, বিদ্যুৎ জ্বালানি, গৃহায়ন কমিউনিটি সুবিধা, শিক্ষা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন অগ্রাধিকার পেয়েছে। এসব খাতে মোট বরাদ্দ এক লাখ ২১ হাজার ১৮৮ কোটি টাকা, যা সামগ্রিক কর্মসূচির ৬০ দশমিক ৫৪ শতাংশ।
মন্ত্রণালয় পর্যায়ে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, পানি সম্পদ এবং নৌপরিবহন সংশ্লিষ্ট দপ্তরগুলোও উল্লেখযোগ্য বরাদ্দের অন্তর্ভুক্ত হয়েছে।
পরিকল্পনা সংশ্লিষ্টরা জানান, সংশোধিত কর্মসূচির বাস্তবায়ন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ বিকাশ, সামাজিক সেবা উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #















