বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।
এসময় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজিব সহ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাহমুদুল হাসান সিনহা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #















