চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা হয়। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে সভায় অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সায়ফুল ইসলাম খায়রুল আতাতুর্ক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ময়েজ উদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল মাতিন, ডা. সুলতানা পাপিয়া।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্নস্তরের কর্মকর্তা। অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় জানানো হয়, আগামী ১৪ জুলাই সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রং এর একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রং এর একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে।

এবছর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৭’শ ৮৭ জন শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪২ হাজার ৩’শ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে, কোন অসুস্থ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ঠিক হবে না। উপজেলা স্বাস্থ্য দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

কোন শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সেজন্য সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সকল শ্রেণী-পেশার মানুষদের সহযোগিতা কামনা করা হয় সভায়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পৌর এলাকার প্রতিটি জামে মসজিদে আগামী শুক্রবার জুম্মার নামাজের পর ১৪ জুলাই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি প্রচারণার জন্য সকল ইমামকে অনুরোধ জানানো এবং মাইকের মাধ্যমেও প্রচারনা চালানোর জন্য বলা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.