আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বেলঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো: জাকারিয়া (৩৩), মো: রাব্বি মিয়া (২৬) ও মো: লিটন মিয়া (৩১)। জাকারিয়া রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর গোয়ালপাড়া এলাকার মো: বাবর আলীর ছেলে; রাব্বি একই থানার বেলঘরিয়া পূর্বপাড়া এলাকার মো: আবেদ আলীর ছেলে ও লিটন একই থানার শ্যামপুর নগরপাড়া এলাকার মো: আয়নাল হকের ছেলে।
গত শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাত পৌনে ১০টায় আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: সুমন কাদেরীর তত্ত্বাবধানে এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম কাটাখালী থানার বেলঘরিয়া বাদলের মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার বেলঘরিয়া মধ্যপাড়া গ্রামের আজু হাজীর আম বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়া খেলার অপরাধে জাকারিয়া, রাব্বি ও লিটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৫৬০ টাকা ও ০১ সেট তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।
সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #















