নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও হেরোইন আটক করেছে।
বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)ও বিদিরপুর বিওপি শনিবার (১০ জানুয়ারী) ভোরে গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ২৮ বোতল মদ আটক করেছে।

এছাড়াও তিনি জানান মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রেক্ষিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)র সাহেবনগর বিওপির সদস্যগন অন্য এক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৪শত গ্রাম হেরোইন (রাউন) আটক করেছে।
আটককৃত ভারতীয় মদ ও হেরোইন গোদাগাড়ী মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















