পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সাত শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। সদর উপজেলার ডক্টর আবেদা হাফিজ গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে বিভিন্ন বয়স ও পেশার সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নেন এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। দিনব্যাপী ক্যাম্পে প্রায় সাত শতাধিক রোগী চিকিৎসা নেন বলেও জানান আয়োজকরা।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেন, পঞ্চগড় সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মনোয়ার হোসেন, কনসালট্যান্ট (হৃদরোগ) ডা. এস এম মাহবুব উল আলম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. তারিফুন্নবী প্রধান মুন, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. কাজিরুল ইসলাম ফাইহান, গাইনিকোলজিস্ট ডা. মাহফুজা আক্তারসহ মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
চিকিৎসা নিতে আসা আব্দুল লতিফসহ একাধিক রোগী জানান,স্বল্প সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ হাতে পাওয়া তাদের জন্য বড় সুবিধা। এমন ক্যাম্প নিয়মিত হলে উপকৃত হয়।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস এম মাহবুব উল আলম জানান, এ পর্যন্ত পঞ্চগড়ের তিন উপজেলায় চারটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি। গ্রামের অসহায় মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দিতে পেরে আমরা খুশি। এখন পর্যন্ত প্রায় চার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছি। ভবিষ্যতে এই উদ্যোগের পরিসর আরও বিস্তৃত করতে চাই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #















