বিটিসি স্পোর্টস ডেস্ক: শুরুতেই ফ্রি-কিকে ফেদেরিকো ভালভের্দের চোখধাঁধানো গোল। ওই ধাক্কা সামলে অনেকগুলো সুযোগ তৈরি করল আতলেতিকো মাদ্রিদ। তাদের সামনে বাধা হয়ে দাঁড়ালেন থিবো কোর্তোয়া। আরেকটি গোল হজমের পর সেই দেয়ালে চিড় ধরাতে পারলেও নাটকীয় কিছু অবশ্য করতে পারল না দিয়েগো সিমেওনের দল। দারুণ জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল রেয়াল মাদ্রিদ।
সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগো রেয়ালের দ্বিতীয় গোল করার পর ব্যবধান কমান আলেকসান্দার সরলথ।
একই মাঠে আগামী রোববারের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ও শিরোপাধারী বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল।
চোটাক্রান্ত কিলিয়ান এমবাপেকে ছাড়াই নতুন বছরের প্রথম দুই ম্যাচে জিতল রেয়াল। গত সেপ্টেম্বরে লা লিগার ম্যাচে আতলেতিকোর মাঠে ৫-২ গোলে হারের ক্ষতেও কিছুটা প্রলেপ দিতে পারল তারা।
ম্যাচে বল দখল, গোল ও লক্ষ্যে শট সবকিছুতে এগিয়ে ছিল আতলেতিকো। প্রায় ৫৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে তারা। ৫টি ঠেকিয়ে দেন কোর্তোয়া। রেয়ালের ৮ শটের ৪টি লক্ষ্যে ছিল।
লা লিগায় রেয়াল বেতিসের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচের একাদশই আতলেতিকোর বিপক্ষে নামান আলোন্সো। ম্যাচের প্রথম মিনিটে জুড বেলিংহ্যাম আতলেতিকোর বক্সের বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় রেয়াল, আর ২৫ গজ দূর থেকে বুলেট গতির ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন ভালভের্দে।
২৮তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় রেয়াল। কিন্তু ডান দিক দিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষক বরাবর শট করেন রদ্রিগো। পরের মিনিটে বক্সে হেড লক্ষ্যে রাখতে পারেননি ভিনিসিউস জুনিয়র।
প্রথম আধা ঘণ্টায় তেমন কিছু করতে না পারা আতলেতিকো পরের কয়েক মিনিটে একের পর এক সুযোগ তৈরি করে। ৩২তম মিনিটে বক্সের বাইরে থেকে আলেক্স বায়েনার জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া। পরের মিনিটে বায়েনার কর্নারে সরলথের হেড দুর্দান্ত রিফ্লেক্সে ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক।
দুই মিনিট পর সুবর্ণ সুযোগ নষ্ট করেন সরলথ। কনর গ্যালাঘারের ক্রস দূরের পোস্টে ফাঁকায় পেয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি নরওয়ের এই ফরোয়ার্ড।
৪০তম মিনিটে বক্সের ভেতর থেকে বায়েনার আরেকটি শট ঠেকান কোর্তোয়া। ফিরতি বলে হুলিয়ান আলভারেসের শট ব্লকড হওয়ার পর বাইরে মারেন গ্যালাঘার।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ডান দিক থেকে ভালভের্দের পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে, সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়কে পাত্তা না দিয়ে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
৫৮তম মিনিটে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় আতলেতিকো। দলটির কোচ দিয়েগো সিমেওনের ছেলে জুলিয়ানো সিমেওনের ক্রসে কাছ থেকে হেডে ব্যবধান কমান সরলথ।
৮১তম মিনিটে ভিনিসিউসের বদলি হিসেবে আর্দা গিলেরকে নামান আলোন্সো। ক্লাবের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল-খরা পৌঁছে গেল টানা ১৬ ম্যাচে।
মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের ডাগআউটে দিকে তেড়ে যান ভিনিসিউস। উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের ডাগআউটে। আতলেতিকো কোচ সিমেওনেকে হলুদ কার্ড দেখান রেফারি।
বাকি সময়ে কয়েকটি সুযোগ পায় আতলেতিকো, কিন্তু গোলের দেখা তারা আর পায়নি।
আগের দিন আরেক সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বার্সেলোনা। এই নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রেয়াল। গত বছর রেয়ালকে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল কাতালান দলটি। #















