সাংবাদিক রিগ্যান গ্রেফতার এর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “(বিএমএসএফ)” রংপুর জেলা কমিটি

রংপুর প্রতিনিধি: কুড়িগ্রামে মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে তুলে নিয়ে মোবাইল কোর্ট বসিয়ে এক বছরের কারাদণ্ড দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক (বিএমএসএফ) রংপুর জেলা কমিটি।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক (বিএমএসএফ) রংপুর জেলা কমিটির সভাপতি শফিউল করিম শফিক ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিক আরিফ হোসেন রিগ্যানকে রাতের বেলা মোবাইল কোর্ট পরিচালনা করে আটক করে সাজা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৩ মার্চ) দিবাগত মধ্য রাতে ডিসি অফিসের দুই-তিন জন ম্যাজিস্ট্রেট ১৫-১৬ জন আনসার সদস্যকে নিয়ে দরজা ভেঙে তার বাসায় প্রবেশ করেন।

তবে তারা কোনও তল্লাশি অভিযান চালাননি। পরে ডিসি অফিসে নেওয়ার পর তারা দাবি করেন, আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.

ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury