নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের সংরক্ষীত মহিলা আসন কাউন্সিলর (জোন-৫) পদপ্রার্থী ওয়ার্ড নং- ১৩,১৪,ও ১৫ সামসুন নাহার, ২০১৮ আজ মনোনয়ন পত্র দাখিল করেন। সামসুন নাহার বর্তমানে সংরক্ষীত আসনে ১৩,১৪,ও১৫ ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর।
সামসুন নাহার বলেন,সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জেনো আমাকে ১৩, ১৪ ও ১৫ নাং ওয়ার্ড বাসির পুনরায় সেবা করার সুযোগ দান করেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.