লালমনিরহাটে মুরগির খামারে ভেজাল সেমাই তৈরি ১০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলীপাড়া পোড়া বটেরতল এলাকায় মুরগীর খামারে অস্বাস্থ্যকর ও দুর্গন্ধময় পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই।
এমন অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিদপ্তর লালমনিরহাট অতিরিক্ত সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান অভিযান চালিয়ে ওই সেমাই কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ওই কারখানার মালিক রহিচ উদ্দিন ভুট্টুর নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় জেলা মার্কেটিং অফিসার আঃ রহিম ও উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আঃ রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.