4th সেপ্টেম্বরে Radhika fashion institute- এর fashion show 

বিশেষ (ভারত) প্রতিনিধি: যে মানুষ গুলো প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছে, যে মানুষগুলো প্রতিদিনের কাজের ফাঁকে একটু একটু করে স্বপ্ন বুনছে, হাজার প্রতিকূলতার মধ্যে দিয়েও যারা হার মানতে শেখেনি আমরা হলাম তারাই। যাদের জীবন মানেই স্বপ্ন গুলোকে বাঁচিয়ে রাখার জেদ।
আসলে অসম্ভব বলে কিছুই হয়না। ঐ যে কথায় আছে “কৌশিষ করনে ওয়ালো কি কভি হার নেহি হতি” ঠিক তাই।
Radhika fashion institute পথ চলা শুরু করেছে 2015 থেকে। প্রথমে 2 জন ছাত্রী কে নিয়ে পথ চলা শুরু হলেও বর্তমানে ছাত্রী সংখ্যা প্রায় 150 জন।
আমাদের লক্ষ্যই হলো এই প্রতিটা ছাত্রীকে স্বাবলম্বী করে তোলা যাতে তারা আগামী দিনে নিজের দায়িত্ব এবং প্রয়োজনে পরিবারের সহযোগিতা করতে পারে।
আগামী 4th September আমরা একটা ছোট্ট fashion show এর আয়োজন করতে চলেছি। যেখানে প্রতিটা ছাত্রী নিজেদের পোষাক নিজেরা বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে।
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা একান্ত কামনা করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.