অনুমতি পাওয়ার পর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের বিদ‍্যালয় পরিদর্শন 

 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে স্কুল পরিদর্শনের সরকারি অনুমতি পাওয়ার পর পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন খামার বালুয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় পরিদর্শন করেন।
২২ আগষ্ট তিনি উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার বালুয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ, উক্ত ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব প্রধান রিপন,স্কুল কমিটির সদস্য ও জমিদাতা সদস‍্যসহ এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ, স্কলের শিক্ষক-শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, বতর্মান সরকার শিক্ষা ক্ষেত্রে ব‍্যাপক সহযোগিতা প্রদান অব‍্যাহত রেখেছেন। বছরের পহেলা দিন বিনামুল্যেয় বই বিতরণ করছেন। স্কুলের উন্নয়নে অর্থ প্রদান করছেন।
কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন‍্য উপবৃত্তির টাকা  মোবাইলের মাধ্যমে পাঠাচ্ছেন। এসময় তিনি বিদ‍্যালয়ের শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ‍্যালয়ের টুকিটাকি সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.