৯ বছর পর মাদকের আসামী গ্রেফতার

নাটোর প্রতিনিধি:  নাটোরের গুরুদাসপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুজনকে (২৮) ৯ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। সুজন উপজেলার কালাকান্দর গ্রামের রুস্তম কবিরাজের ছেলে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে নওগাঁ জেলা সদরের আনন্দনগর কামিরপাড়া গ্রাম থেকে সুজনকে গ্রেফতার করেন।

আজ বুধবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ৯ বছর আগে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে সে পলাতক থাকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.