মাধ্যমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে (পিএসসি)

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত অংশের ফলাফল প্রকাশ করেছে । আজ বুধবার বিকেলে এক বিশেষ সভা শেষে পিএসসি এ বিষয়ে সিদ্ধান্ত জানায়।

পিএসসি সূত্র জানায়, এই পরীক্ষায় অংশ নেয়া ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জনের মধ্যে লিখিত পরীক্ষায় ৭ হাজার ১৬১ জন পাস করেছেন। এখন তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

পিএসসি চেয়ারম্যান মো. সাদিক বলেন, পিএসসি এবারই প্রথমবারের মতো মাধ্যমিকের সহকারী নিয়োগ পরীক্ষা নিজস্ব তত্ত্বাবধানে গ্রহণ করেছে। সঠিক সময়ে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। তিনি জানান, বিভিন্ন বিষয়ের ১২ ক্যাটাগরির বিপরীতে ১ হাজার ৯৯৯ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

গত ০৬ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার ১৭০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.