৯টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি সহ কুষ্টিয়া থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে নাটোর র‌্যাব সদস্য

নাটোর প্রতিনিধি: গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় নাটোর র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, মাদক পাচার কারিদের পিছু নিয়ে নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় অভিযান চালায়।এসময় একটি ব্যাগ সহ কাফিরুল নামে এক জনকে আটক করে র‌্যাব সদস্য।

এসময় পালিয়ে যায় কাফিরুলের অপর সহযোগী।পরে তার ব্যাগ তল্লাশী করে ৭টি ওয়ান সুটার গান,২টি বিদেশী পিস্তল,১৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়।আটক কাফিরুলের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার শহরাতলায়।সে অস্ত্র ব্যবসায়ী বলে জানান র‌্যাব অধিনায়ক।অস্ত্র পাচার ও ব্যবসায়ী চক্রের সদস্যদের ধরতে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.