৭৫ তম স্বাধীনতা দিবস পালন নবদ্বীপ শহর তৃনমুল কংগ্রেসের (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: কোভিড তথা নাইট কার্ফুর কারনে মধ্যরাতের পরিবর্তে সকালেই সারা দেশে সাথে যথাযথ মর্যাদার সাতে ৭৫ তম স্বাধীনতা দিবস পালন নবদ্বীপ শহর তৃনমুল কংগ্রেসের।
গর্বের ৭৫ তম স্বাধীনতা দিবস দিনটি সারা দেশে পালিত হচ্ছে যথাযথ মর্যাদার সাথে।
নদীয়ার নবদ্বীপ শহরের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছর দিনটি যথেষ্ট মর্যাদার সাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করে আসছে।
প্রতি বছরি ১৪ই আগষ্ট মধ্য রাত তথা রাত্রি ১২ টার সময় তারা পতাকা উত্তোলন করে থাকে। বর্তমান সময়ে কোভিড ও নাইট কার্ফু থাকার কারনে এবার তা রাত ১২ টার পরিবর্তে সকালেই করতে হল।
এ দিন সকাল ৭ টা নগাদ শহরের প্রাণ কেন্দ্র পোড়ামাতলায় নেতাজী সুভাসচন্দ্র বোসুর মূর্তির সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটিকে পালন করলো। পাশাপাশি নেতাজী সুভাসচন্দ্র বোসের আবক্ষ মূর্তি তেও মাল্য দান করে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুন্ডরি কাক্ষ সাহা, পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা,  নবদ্বীপ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল শহ একাধিক নেতৃত্ব ও তৃনমুল কংগ্রেসের কর্মীবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.