৭৫ তম স্বাধীনতা দিবসে নদীয়ায় কমিউনিস্ট পার্টির উদ্যোগে মানববন্ধন ও গনতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা রক্ষার শপথ বাক্য পাঠ

নদীয়া (ভারত) প্রতিনিধি: আজ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। দিনটিকে গোটা দেশ জুড়ে যথেষ্ট তাৎপর্য ও সন্মানের সাথে সকলেই পালন করছে। এই দিনটিকে একটু ব্যতিক্রমি ভাবে নদীয়ার নবদ্বীপ শহরের পালন করলো ভারতীয় কমিউনিস্ট পার্টি।
এ দিন সকালে নবদ্বীপ শহরের অন্যতম ব্যস্ত তম এলাকা রাধা বাজার মোড়ে কোভিড বিধি মেনে মানববন্ধন ও শপথ বাক্য পাঠ করে। ও বর্তমান পশ্চিম বঙ্গ ও ভারত বর্ষের বর্তমান রাজনৈতিক বিষয়ের ওপর বক্তব্য রাখেন বক্তারা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির একাধিক শাখা সংগঠন এর জেলার এবং স্থানীয় নেতৃত্ব ও কর্মিবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.