৬১ বারের মত পেছাল সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা প্রতিনিধি: আজ রবিবার সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ  সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে এই মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মোরশেদ আলম ভূঁইয়া এ দিন ধার্য করেন।

এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৬১ বার পেছাল।

এই হত্যাকাণ্ডের মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব দাবি করছে, তাদের তদন্তে কিছু বিষয়ে অগ্রগতি হচ্ছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতিকে রাজধানী ঢাকায় পশ্চিম রাজাবাজার এলাকায় তাদের বাসায় নির্মমভাবে খুন হন। এ ঘটনার সময় ওই বাসায় থাকা তাদের একমাত্র শিশু সন্তান মাহি সরওয়ার মেঘ বেঁচে যায়।

নির্মম এ হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন- ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। এর চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে গোয়েন্দা পুলিশ (ডিবি) রহস্য উদঘাটনে ব্যর্থ হয়।

পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.