৫-৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার বুকে SUMMER FILM FIESTA-অণু চলচ্চিত্র উৎসব

কলকাতা প্রতিনিধি: আগামী ৫ই এবং ৬ই সেপ্টেম্বর, ২০২০, শনি ও রবিবার, অনুষ্ঠিত হতে চলেছে  অণুছবি ওয়েলফেয়ার এসোসিয়েশন ও imffkolkata কমিটি কর্তৃক আয়োজিত SUMMER FILM FIESTA ৷ অনুষ্ঠানটির সাড়ম্বর উদ্বোধন হবার কথা, কলকাতার পার্কস্ট্রিট জানুস ব্ল্যাকবক্স অডিটোরিয়ামে ৷
প্রতি বছরের মত এই বছরও চলচিত্র প্রেমী মানুষের চিত্তবিনোদনের কেন্দ্র হয়ে উঠতে চলেছে এই উৎসব ৷ তবে সবটা অনুষ্ঠানই অবশ্যই বর্তমান করোনা প্রকোপদুষ্ট পরিস্থিতিতে সরকার ও হল কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষ ৷
তিনটি পর্যায়ে বিভাজিত এই অনুষ্ঠানটির সময়সীমা নিশ্চিত করা হয়েছে ইতিমধ্যেই৷ অনুষ্ঠানের প্রারম্ভ কাল সকাল ১০.৩০ মিনিট৷ প্রথম পর্যায় সকাল ১০.৩০ মিনিট থেকে ১.৩০ মিনিট পর্যন্ত, দ্বিতীয় পর্যায়ে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং অন্তিম পর্বের অনুষ্ঠান বিকেল ৫.৩০মিনিট থেকে রাত্রি ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে,এমনটাই নির্ধারিত হয়েছে৷
কোভিড নাইন্টিনের পরিস্থিতিতে দর্শক আসন থাকবে একেবারেই সীমিত৷ স্যানিটাইজেশনের ব্যাবহার থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকার প্রস্তাবিত সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে এই চিত্তাকর্ষক বর্নাঢ্য চলচিত্র সন্ধ্যা ৷
৬৪টি ছবির মধ্যে অভিজ্ঞ এবং গণ্যমান্য বিচারকদের বাছাই করা ৩৬ টি অণু ছবি প্রদর্শিত হবে এই “অণু চলচ্চিত্র উৎসব” মঞ্চ থেকে৷ সমগ্র রাজ্য থেকে উৎসাহী এবং সুদক্ষ ছবি নির্মাতারা এই উৎসবে তাদের শ্রেষ্ঠ ছবিটি নিয়ে প্রতিযোগিতায় নেমে ছিলেন৷ সুতরাং এই চলচিত্র উৎসব কতটা উৎকর্ষতার সঙ্গে উদযাপিত হতে চলেছে সেটি সহজেই অনুধাবন যোগ্য।
এই চলচিত্র উৎসবের আর একটি বৈশিষ্ট্য, এই উৎসবের অঙ্গ হিসাবে ওইদিনই প্রকাশিত হতে চলেছে “বায়োস্কোপ” নামের ৬০টি গল্প সম্বলিত একটি ছোট গল্পের পুস্তক৷ যার প্রতিটি গল্পই অণু ছবি চলচ্চিত্রায়ণের ক্ষেত্রে একশ শতাংশ উপজীব্য৷ ৮০ টি গল্পের থেকে বিচারকদের চূড়ান্ত সিদ্ধান্তের পর বাছাইকৃত ছবির সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ৬০টি৷
পশ্চিমবঙ্গ তথ্য এবং প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে হয়তো এই উৎসবের মান্যতা পাওয়া যাবে এমনটাই জানিয়েছেন উৎসব কমিটি৷ সমস্ত বিধিনিষেধ মেনেই আপামর সাহিত্য প্রেমী মানুষ যোগ দেবে এটাই সকলের আশা।
কলকাতা অণুছবি ওয়েলফেয়ার এসোসিয়েশন ও imffkolkata আয়োজিত এই SUMMER FILM FIESTA তার প্রত্যাশা পূরণে স্বমহিমায় উজ্জল হোক এমনটাই শুভ কামনা রইল আমাদের৷ চলচ্চিত্রের প্রাঙ্গনে SUMMER FILM FIESTA আজ একটি মাইলস্টোন৷ উৎসবে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন, বিখ্যাত চিত্র পরিচালক মান্যবর শ্রীমতি শতরূপা সান্যাল৷
বিটিসি নিউজ (বাংলাদেশ)-এর পক্ষ থেকে  এই উৎসবের জন্য রইল হার্দিক শুভেচ্ছা ৷৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.