৫ ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দুইটি বগি উল্টে যাওয়ার ৫ ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন বিটিসি নিউজকে জানান, পাবর্তীপুর থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এসময় হঠ্যৎ বিকট শব্দে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে অন্য লাইনের ওপরে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরে রেলওয়ে ঈশ্বরদীর পাকশী অফিসকে জানালে খবর পেয়ে ঘটনাস্থলে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনসহ উদ্ধারকারী ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এবং মেরামতসহ উদ্ধার কাজ শুরু করেন। পরে ৫ ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.