৪০ বছর পর সরকারি পুকুর উদ্ধার


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই মৌজায় অবস্থিত ১০ একরের পুকুরটি ৪০ বছর ধরে কেউ খোঁজ রাখেনি। ১৯৭৪ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সরকারীভাবে লীজ দেয়া থাকলেও ৪০ বছর অবৈধভাবে পুকুরটি ভোগ দখল করে আসছিলো স্থানীয়রা।

অবশেষে গত বুধবার বিকেলে ওই সরকারি সম্পত্তি এক ঘন্টার মধ্যে উদ্ধার করেন ইউএনও মো. তমাল হোসেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ধারকৃত পুকুরের জমির আনুমানিক মূল্য ২ কোটি টাকা। দখলমুক্ত দশ একর জমির প্রত্যেকটি পুকুরে লাল নিশান স্থাপন করা রয়েছে। ১৯৭৪ সাল থেকে ১৯৮০- সাল পর্যন্ত বরগা হয়েছিলো। তারপর থেকে সরকারিভাবে লিজ/বরগা দেয়া হয়নি।

দীর্ঘদিন যাবৎ এলাকার কিছু লোকজন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ওই পুকুরগুলোতে মাছ চাষ করতো। সরকারি টেন্ডারের মাধ্যমে পুনরায় ওই পুকুরগুলো লিজ হবে বলে স্থানীয়দের অবগত করেছেন ইউএনও।

ইউএনও তমাল হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, অনুসন্ধান করে ওই ১০ একর জায়গা উদ্ধার করা হয়েছে। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের সরকারী খাস খতিয়ান ভুক্ত সকল জমি উদ্ধার করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.