৩ ম্যাচ নিষিদ্ধ কাভানি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্ষমা চেয়েও পার পেলেন না ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড এডিনসন কাভানি। অবশেষে শাস্তি তাকে পেতেই হলো।
গত নভেম্বরে সাউদাম্পটনকে হারানোর পর ইনস্টাগ্রামে আপত্তিকর ভাষায় এক পোস্ট দেন কাভানি। তবে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে সেটি সরিয়েও ফেলেন তিনি। কিন্তু বিষয়টি এড়িয়ে যায়নি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
আপত্তিকর ভাষা ব্যবহারের দায়ে কাভানিকে প্রিমিয়ার লিগে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ১ লক্ষ পাউন্ড জরিমানা করে তারা। পাশাপাশি নির্দেশ দিয়েছে শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার। নিষিদ্ধ থাকায় গতকাল অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে পারেননি কাভানি।
উল্লেখ্য, সেই সাউদাম্পটন ম্যাচে বদলি হিসেবে নামার পর জোড়া গোল করে ম্যানইউকে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় এনে দেন এই ফরোয়ার্ড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.