৩০ আফগান সেনা নিহত তালেবানের আক্রমণে

 

বিটিসি নিউজ ডেস্কআজ দেশটির পশ্চিম প্রদেশ বাদঘিজে তালেবানের আক্রমণে ৩০ আফগান সেনা নিহত হয়েছেন আফগানিস্তানে যুদ্ধবিরতি শেষ দিনে। সশস্ত্র তালেবানরা ঈদুল ফিতরের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো সামরিক বাহিনীর ওপর এ হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো বাদঘিজ প্রদেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

গত রবিবার (১৭ জুন) শেষ হয়  ঈদুল ফিতর উপলক্ষে তালেবানের তিনদিনের যুদ্ধবিরতি। যদিও ঈদকে কেন্দ্র করে ঘোষণা করা এক অভূতপূর্ব যুদ্ধবিরতির মধ্যে কয়েক ডজন তালেবান জঙ্গি অস্ত্র ছাড়াই আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছিলেন। গত শনিবার কাবুলের এই নতুন মেহমানরা নিরাপত্তা চেকপোস্টগুলিতে নিজেদের অস্ত্র জমা দেন এবং তারপর শহরে ঢোকেন।

এরপর আফগান সেনারা তালেবানের যোদ্ধাদের সাথে কোলাকুলি করেন যা দেখে অনেকেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.