নিজস্ব প্রতিবেদক: ২৭ তম জাতীয় ক্রিকেট লীগের ৫ম রাউন্ডের খেলা শুরু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিভাগীয় স্টেডিয়ামে ৫ম রাউন্ডের খেলায় টসে হেরে স্বাগতিক রাজশাহী বিভাগ ১ম ইনিংশে ব্যাট করতে নেমে ৬৭.১ ওভাওে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬৮ রান।
রাজশাহীর সাব্বির ৭২ বলে ৮৪, রহিম আহমেদ ১০৭ বলে ৭৭ ও ৭৮ বলে ৩৬ রান করে নাসি সিদ্দিক। রংপুরের আবুজ হাসিম ৪২রানে ২টি ও মুকিদুল মোয়াদিদ ৪২রানে ৫টি উইকেট নেন।
রংপুর বিভাগ ১ম ইনিংশে ব্যাট করতে নেমে দিন শেষে ৮.১ ওভাওে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করে ৩৭ রান।
জাহিদ ২৮ বলে ২৯ ও আব্দুল্লাহ আল মামুন ২১ বলে ৪ রানে অপরাজিত আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















