নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগের লঙ্গার ভার্সন প্রতিযোগিতায় রাজশাহী বিভাগ ও চিটাগাং বিভাগের মধ্যকার খেলায় চিটাগাং দল ২য় ইনিংশে ৩৩৮ রানের লিড অর্জন করেছে।
সোমবার (২৭ অক্টোবর) এই ৩৩৮ রানের লিড নিয়ে হাতে ৬ উইকেট রেখে ৩য় দিনের ব্যাট করতে নামে। আগের দিনের গড়া ১৩৩ রানের সাথে আরো ১৪৪ রান যোগ করে ফলে ২য় ইনিংশে তাদেও রান দাড়ায় ২৭৭।
চিটাগাং ৯ উইকেটে ২৭৭ রান করে ইনিংশ ঘোষনা করলে জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় ৪৮৩ রান। দিন শেষে রাজশাহী ৪ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে। জয়ের জন্য রাজশাহীর এখনো ২৬৪ রানের প্রয়োজন। হাতে আছে ৬ উইকেট ও একদিন। অন্যদিকে ম্যাচ জিততে চিটাগাং এর প্রয়োজন ৬ উইকেট।
২য় ইনিংশে রাজশাহীর হাবিবুর রহমান ৩৩ বলে ৪৫,প্রিতম কুমার ৮৬ বলে ৫৬ ও এস এম মেহরন ৬১ বলে ৫৪ রানে অপরাজিত থাকে। এর আগে ২য় ইনিংশে চিটাগাং এর ইয়াসির ৯২রানের অনবদ্য ইনিংশ খেলেন।
মাহমুদুল ৫১ রান করে। রাজশাহীর শফিকুল ৬৬ রানে৪ ও পিয়াল ৩৫ রানে ৩টি উইকেট নেন।
উল্লেখ যে, দিনের শেষে বিসিবির পিজিওথারাপিস্ট মোঃ হাসান আহমেদ (বরিশাল বিভাগ) এর মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #

















