২৬ মাস কারাভোগ করে দেশে ফিরলেন পাটগ্রামের নুরুজ্জামান !

লালমনিরহাট প্রতিনিধি: ভারতীয় কারাগারে ২৬ মাস সাজা ভোগ করে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে দেশে ফিরেছেন নুরুজ্জামান মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি।
১১ই মার্চ (বুধবার) দুপুরে ভারতীয় পুলিশ পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।
নুরুজ্জামান মিয়া পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী গ্রামের মফুর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে গরু আনতে যান নুরুজ্জামান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে ভারতীয় পুলিশের মাধ্যমে আদালতে পাঠান। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় আদালত তাকে ২৬ মাস কারাদণ্ড দেন।
ভারতের জলপাইগুড়ি কারাগারে সাজাভোগের পর আজ বুধবার তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশনের পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, দেশে ফেরার পর নুরুজ্জামানকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.