২৪ ঘন্টায় রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে ১ হাজার ২৮৪ জন

রংপুর প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশ ফেরত আরও ৫৩৯ জন। এনিয়ে এই বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে থাকছেন ১ হাজার ২৮৪ জন।
রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম সিদ্দিকী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানিয়েছেন, গতকাল শনিবার সকাল ৬ টা পর্যন্ত এই বিভাগের আট জেলায় মোট ১ হাজার ২৮৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
এরমধ্যে গত ২৪ ঘণ্টাতেই গেছেন ৫৩৯ জন। যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের মধ্যে রংপুরে ৩০০, পঞ্চগড়ে ১৯৪, নীলফামারীতে ১৬০, লালমনিরহাটে ৯১, কুড়িগ্রামে ২১৮, ঠাকুরগাওয়ে ১২২, দিনাজপুরে ১১২ এবং গাইবান্ধায় ১৭৬ জন আছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে এই বিভাগে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় এই স্বাস্থ্য কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.