২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে নিউমোনিয়ায় আক্রান্ত ৪০ শিশু ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গত ২৪ নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে আরো ৪০ শিশু ভর্তি হয়েছে। কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু ভর্তির সংখ্যা প্রায় ১৪০ জন।

আর গত এক সপ্তাহে মোট নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা ৩৫০ জন।

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান জানান, নিউমোনিয়া রোগীর সংখ্যা যেন থামছে না, প্রতিদিনই সকাল থেকে নতুন রোগীর স্বজনরা ভিড় করছে।

রোগী ভর্তির বাড়তি চাপের কারণে শিশু ওয়ার্ডে জায়গা না পেয়ে মেঝেতে ও হাসপালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে। তিনি আরো জানান, রোগীরা একটু সুস্থ হলেই, ছেড়ে দেয়া হচ্ছে।

নিউমোনিয়ায় আক্রান্তদের ক্ষেত্রে পরামর্শ দিয়ে তিনি বলেন, বিশুদ্ধ পানি, পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে রাখা এবং সঠিক যত্ম নিলে এই রোগ কম হবে। তিনি আরো জানান, আবহাওয়া পরিবর্তন, অতিরিক্ত ভ্যাপসা গরমে হঠাৎ হঠাৎ বৃষ্টি জন্য নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ার প্রধান কারণ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.